হেভিওয়েট সাংসদ অর্জুন সিং কোথায় গেলেন?
2 জুলাই দুপুরের বিমান ধরে তিনি রাজ্য ত্যাগ করেছেন |
তিনি দিল্লি গেছেন বলে বিজেপি কর্মীরা দাবি
করছেন |
বলছেন, মন্ত্রী হবেন অর্জুন |
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফিরলেই কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারিত হবে আর অর্জুনকে
মন্ত্রিত্ব দিয়ে উত্তর 24 পরগনার অন্তত 20 টি বিধানসভা আসনে জেতা নিশ্চিত করে ফেলা হবে |
কেননা, অর্জুন দৌড়বেন, পড়ে যাবেন, উঠবেন, আবার দৌড়বেন আর জিতবেন এবং জেতাবেন |
বারাকপুর লোকসভা কেন, পুরো জেলাতেই অর্জুনের সামনে দাঁড়াবার মতো তৃণমূলের কোন রংবাজ নেই |
যারা এখন রংবাজি করছেন, পুলিশের মদতে করছেন, পুলিশ 2016 – র বিধানসভা নির্বাচনের মতো
নিরপেক্ষ হয়ে পড়লে এদের রংবাজি খতম
হয়ে যাবে |
এদিকে অর্জুন নিয়ে নানান জল্পনা চললেও, তাঁর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, দিল্লি যাননি অর্জুন, তবে বাইরে গেছেন |
দেশের বাইরে?