আনিসের মৃত্যু, মনে পড়ছে সফদর হাসমির কথা, বুদ্ধিজীবীরা আড়ালে বলবেন, বার খেয়ে ” ক্ষুদিরাম ” হয়ে গেছে আনিস

95

উত্তরপ্রদেশের শাহিবাবাদে পথনাটক করতে গিয়ে খুন হয়ে গিয়েছিলেন সফদর হাসমি । তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত স্মরণসভার আগে বাঘা বাঘা বুদ্ধিজীবীদের জটলায় কান পেতে শুনেছিলাম– বার
খেয়ে ” ক্ষুদিরাম ” হয়ে গেছে হাসমি । মনে আঘাত পেলেও নিজেকেই প্রশ্ন করেছিলাম— ওঁরা যা বলছেন, তা কী
সত্যি ?
উত্তর পেলাম– না সত্যি নয় । মুর্শিদাবাদ, নদীয়া কিম্বা উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামে গ্রামে আমিও তো এই ঘোর সিপিএম জমানায় পথনাটক করে বেড়াচ্ছি । কখনও হামলা হয়নি এমন নয় । তবে খুন করে দেবে, এমনটা কখনও মনে তো হয় না ।
হাসমিরও মনে হয়নি ( হাসমি খুন হন ১৯৮৯- এর ২ জানুয়ারি ) ।
সদ্য সদ্য খুন হয়ে যাওয়া আনিস খানেরও মনে হয়নি ” খুন হয়ে যাব ” । তবে হামলার আশঙ্কা নিশ্চয়ই করেছিলেন । তাঁর মৃত্যুর পরে বাম ছাত্রমহল ও বুদ্ধিজীবীরা সরব হয়ে উঠেছেন । আর আমার মনে পড়ে যাচ্ছে, ১৫ বছর আগে খুন হয়ে যাওয়া রিজওয়ানুর আর ৩৩ বছর আগে খুন হয়ে যাওয়া হাসমির কথা । মনে হচ্ছে— বুদ্ধিজীবীরা তো বদলাননি । তাঁরা প্রতিবাদ করছেন আর আড়ালে বলছেন না তো— বার
খেয়ে ” ক্ষুদিরাম ” হয়ে গেছে আনিস ।
—-
by Tini Mitra
23 February, 2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =