আজ উত্তর 24 পরগনা জেলার বিজপুর থানার অধীন কাঁচরাপাড়ার সিপিএম যুবকর্মীরা সন্দেশখালির বিভিন্ন অঞ্চলে নিত্য প্রয়োজনীয় হাজারো সামগ্রী পৌঁছে দিল |
সংগঠনের পক্ষে জানানো হয়েছে, ” প্রশাসন ও শাসক দলের ফতোয়াকে উপেক্ষা করে আমফান ঝড়ে বিধ্বস্ত সন্দেশখালীর চাঁদপাড়া ও নেতাজীপল্লীর ৫০০-র বেশী পরিবারের হাতে DYFI কাঁচরাপাড়া লোকাল কমিটির পক্ষ থেকে কাঁচরাপাড়ার মানুষের ভালোবাসা ও সহমর্মিতার ত্রান সামগ্রী পৌছে দেওয়া হল। আমাদের সঙ্গে ছিলেন কমঃ পলাশ দাস,রাজু আহমেদ,রুপঙ্কর বসু সহ প্রাক্তন যুব নেতৃত্ব এবং রবীন সরকার,নিরাপদ সর্দার প্রমুখ গন আন্দোলনের নেতৃবৃন্দ। আবার আসতে চাই বসিরহাট মহকুমার বিভিন্ন স্থানে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন মানুষদের কাছে দানসামগ্রী নিয়ে। তাই চাই মানুষের একান্ত সাহায্য ও সহযোগিতা। “