‘আমি তোমাকে চাই’, লুকিয়েও পার পেলেন না! ধরা পড়েই গেলেন প্রিয়াঙ্কা?

109

নিজস্ব প্রতিবেদন : ফোন করে ‘হেলো’ বলছেন কোনও সুন্দরী। তারপরই আচমকা বলছেন, ‘আমায় চিনতে পারছ কি?’ ফোনের অপার থেকে কোনও উত্তর না এলে, ভেসে আসছে মেসেজ। যেখানে লেখা ‘আমি তোমাকে চাই’। আর এসব করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কি অবাক লাগছে তো শুনতে? ভাবছেন, এমন কেন করবেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী?

ঘটনাটা খোলসা করেই বলা যাক তাহলে। আর কয়েক দিনের মধ্যে আসছে প্রিয়াঙ্কা সরকারের নতুন ওয়েব সিরিজ ‘হেলো’। প্রথম সিরিজের সাফল্যের পর এবার আসছে দ্বিতীয় সিরিজ। প্রথম সিরিজে রাইমা সেনকে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কার সঙ্গে। এবারও কি ‘হেলো’-তে থাকছেন রাইমা, সেটা অবশ্য সময়ই বলবে।

এদিকে সবে সবে শেষ হয়েছে দীপাবলি। আর পাঁচজন সাধারণ মানুষের মত দীপাবলিতে আলোর রোশনাইতে মেতে ওঠেন প্রিয়াঙ্কাও।

হাতে ফুলঝুরি নিয়ে ছবিও শেয়ার করেন তিনি। টলিউড নায়িকার সেই ছবি সোশ্যাল সাইটে প্রকাশ পেতেই তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। যা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁর ভক্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =