আশির নীচে পেট্রোল, ক্রমশ দাম কমছে জ্বালানি তেলের

21

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার একদফা আশির নীচে নেমে গিয়েছিল পেট্রোলের দাম। শনিবার তার ফের নামল। সামান্য হলেও জ্বালানীর দাম কমার প্রবণতায় স্বস্তি পেতেই পারেন সাধারণ মানুষ।শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৯.৯৮ টাকা প্রতি লিটার। ডিজেল বিক্রি হয়েছিল ৭৪.৬০ টাকায়। শনিবার পেট্রোল কমে হল ৭৯.৮১ টাকা প্রতি লিটার ও ডিজেলের দাম হল ৭৪.৪৪ টাকা প্রতি লিটার।

অন্যদিকে, শনিবার দিল্লিতে পেট্রোলে দাম কমে হল ৭৭.৮৯ টাকা লিটার ও ডিজেলের দাম হল ৭২.৫৮ টাকা প্রতি লিটার। শুক্রবার এই দাম ছিল ৭৮.০৬ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ছিল ৭২.৭৪ টাকা প্রতি লিটার।

চেন্নাইয়ে অবশ্য পেট্রোলের দাম থেমে থাকল আশির কোটাতেই। সেখানে শনিবার পেট্রোল বিক্রি হচ্ছে ৮০.৯০ টাকা প্রতি লিটারে। ডিজেলের দাম ৭৬.৭২ টাকা প্রতি লিটার। মুম্বইয়েও এদিন পেট্রোল বিক্রি হল ৮৩.৪০ টাকা লিটার ও ডিজেলের দাম ৭৬.০৫ টাকা প্রতি লিটার।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের জোগান বাড়ায় তেলের দাম বেড়েছে। ফলে তেলের দাম কমেছে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 6 =