কংগ্রেস : শহরে- গ্রামে ভালো বক্তা খুঁজে বের করতে হবে

45

কংগ্রেসে  ক্রাইসিস চলছে |

সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে পরিচিতি থাকলেও কংগ্রেস আসলে ভুগছে নেতৃত্বের ক্রাইসিসে | এই ক্রাইসিস রয়েছে শতাব্দীপ্রাচীন এই দলটির একেবারে নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত |

উপরের নেতারা রাস্তায় না- নেমে ঘরে বসে টুইট করছেন আর শহর – গ্রামের কংগ্রেস নেতারা এতোটাই অযোগ্য যে মাইক্রোফোন ধরে এলাকার সমস্যা নিয়ে দুটো কথা বলতে হোঁচট খান বললেও বেশি বলা হবে, বলতে হয় এরা দুটো বাক্যও গুছিয়ে বলতে পারেন না|

এই রাজ্যের কংগ্রেসের জেলা সভাপতিরা হয় কলকাতায় বসে থাকেন না হলে বাড়িতে বসেই কূট কচালিতে মদত দেন | শহরে-গ্রামে ঘুরে ঘরোয়া বৈঠক করে যোগ্য নেতা খুঁজে বের করা,ভালো লোকাল বক্তা তৈরি করা, বিপদাপন্ন কর্মীদের পাশে দাঁড়ানোর রীতি এখন আর কংগ্রেসে নেই| মান্নান, প্রদীপ ভট্টাচার্যরা কলকাতা-দিল্লিতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন | আর অধীরের এখন যা চাপ, তাতে তাঁর পক্ষেও এলাকায় এলাকায় যাওয়া সম্ভব নয়|

তাই কংগ্রেসকে এখন একক নেতার হাতে নয়,যৌথ নেতৃত্বের হাতে তুলে দিতে হবে| | এই নেতৃত্ব শহরে- গ্রামে ঘুরে ঘুরে ভালো নেতা এবং বক্তা খুঁজে বের করবেন| কংগ্রেসের শীর্ষ এবং রাজ্য স্তরের নেতাদের গ্ল্যামার এবং জনপ্রিয়তা না থাকলেও চলবে| তবে দেখতে হবে অন্তত সাংগঠনিক সৃজনশীলতা এবং পরিশ্রম করার মানসিকতা যেন এই যৌথ নেতৃত্বের মধ্যে থাকে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + one =