কপিল, অনুরাগ ঠাকুরদের সঙ্গে থাকতে পারবো না, বিজেপি ছাড়লেন অভিনেত্রী সুভদ্রা

21

কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরদের সঙ্গে থাকতে পারব না”, বিজেপি ছাড়লেন ক্ষুব্ধ টলিঅভিনেত্রী সুভদ্রা |

“মানুষকে চেনা যায়, সে কাদের সঙ্গে মেশে তা দেখে । আমি কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরদের মত মানুষদের কোম্পানীতে থাকতে চাই না । BJP-র মেম্বারশিপ থেকে রিজাইন করলেন সুভদ্রা। টলিউডের অনেকেই যুক্ত হয়েছিলেন বিজেপি গোষ্ঠীর সঙ্গে । ভেসেছিলেন পরিবর্তনের প্রতিশ্রুতিতে । তবে এখন বিজেপির কার্যকলাপে বিরক্ত অনেকেই । টেলিভিশনের জনপ্রিয় মুখ সুভদ্রা মুখোপাধ্যায়ও সেই অনেকের মধ্যে একজন । সাম্প্রতিক সামাজিক অবস্থা দেখে ক্ষুব্ধ অভিনেত্রী অনেকটা তিক্ততা নিয়ে বিজেপির সদস্যপদ থেকে ইস্তফা দিলেন ।

সাম্প্রদায়িক হিংসা, বিদ্বেষের ঘটনা এখন আমাদের দেশে প্রতিদিনের ঘটনা । মোদিজির সরকার মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তা থেকে অনেকটাই সরে এসেছে । এই সব নিয়ে অনেকদিন ধরেই একটা রাগ তৈরি হচ্ছিল সুভদ্রার । অবশেষে সিদ্ধান্তটা নিয়েই ফেললেন তিনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − one =