কবে কবে কোন কোন দোকান কতক্ষণ খোলা থাকবে

106

সোমবার, বুধবার ও শুক্রবার সকাল 7 টা থেকে বিকেল সাড়ে 5 টা পর্যন্ত খোলা রাখা যাবে :
——
মোবাইল ফোন বিক্রির দোকান, হার্ডওয়্যার, স্যানিটারি, লোহার জিনিসপত্রের দোকান, সাইকেলের দোকান, ইলেক্ট্রনিক্স ও ইলেকট্রিক, অটোমোবাইল এবং বাসনপত্র বিক্রির দোকান |

মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার সকাল 7 টা থেকে বিকেল সাড়ে 5 টা পর্যন্ত খোলা রাখা যাবে :
———
রেডিমেড পোশাক, বস্ত্রালয়, জুতো, ছাপাখানা, চক্ষু চিকিৎসা, বই ও স্টেশনারি, ফার্নিচার – ব্যাগ, দর্জির দোকান, কসমেটিক্স ও সাধারণ জিনিসপত্র বিক্রির দোকান |

রোজ সকাল 7 টা থেকে বিকেল সাড়ে 5 টা পর্যন্ত খোলা রাখা যাবে :
—–
মিস্টি, বেকারি, ফল, শাকসব্জি, দুধ, ওষুধ, মুদিখানা এবং অটো গ্যারেজ |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =