করোনা পজিটিভ নৈহাটি থানার এস আই সমীর দাস ও সিভিক পুলিশ ইন্দ্রজিৎ বিশ্বাস

69

করোনা পজিটিভ নৈহাটি থানার এস.আই. সমীর দাস ও সিভিক ভলেন্টিয়ার ইন্দ্রজিৎ বিশ্বাস
———————–
উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নৈহাটি সাব-ইন্সপেক্টর সমীর দাস ও সিভিক ভলেন্টিয়ার ইন্দ্রজিৎ বিশ্বাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বর্তমানে কলকাতার রাজারহাটের সি.এন.সি. হাসপাতালে ভর্তি রয়েছেন।

কোভিড-১৯ এর ডেটা কালেকশন থেকে শুরু করে করোণা আক্রান্তদের হাসপাতালে ভর্তির উদ্যোগ ও হোম কোয়ারেন্টাইনের বাড়ির লোক দিয়ে খাবার পরিবেশনের সমস্ত ব্যবস্থা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সমীর বাবু।

যথারীতি নৈহাটি থানা স্যানিটাইজার প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে প্রত্যেক পুলিশকর্মীরা মনোযোগ সহকারে মানুষদের জন্য কাজ করতে শুরু করেছেন বলে জানান নৈহাটি থানার ভারপ্রাপ্ত মেজ বাবু প্রকাশ হাজরা। করোনা আক্রান্তের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে নিজেই করোনা আক্রান্ত হলেন।

অকুতোভয় এই মানুষটি তাই অজান্তেই নৈহাটির সকলের প্রিয় হয়ে উঠেছেন। নৈহাটির মানুষ এই যোদ্ধাদের অর্থাৎ সাব-ইন্সপেক্টর সমীর দাস ও সিভিক ভলেন্টিয়ার ইন্দ্রজিৎ বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =