করোনা ভাইরাস : প্রতিদিন তিন কোটি টাকার ক্ষতি হচ্ছে সুগুণা চিকেনের

46

করোনা ভাইরাসের ছায়া পড়েছে এই রাজ্যের মুরগির মাংসের বাজারেও |

মুরগির মাংসের বাজারে নামী ব্র্যান্ড সুগুণা চিকেনের এক ডাইরেক্টর বলেন, প্রতিদিন 3 কোটি টাকার ক্ষতি হচ্ছে |

তিনি জানান, ভুল প্রচার চলছে | মুরগির মাংসের সঙ্গে  করোনা ভাইরাসের কোন সম্পর্ক নেই | বরং, এই বছর এই সময়ে সাধারণত বাড়ন্ত মুরগির মৃত্যুহার থাকে 20 | এই বছর 7 | এই বছর বাচ্চাদের বৃদ্ধির হারও ভালো |

প্রসঙ্গত, তামিলে সুগুণা শব্দের অর্থ মঙ্গল | সুগুণা চিকেনের মালিক তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার আত্মীয় | জয়ললিতার প্রচুর টাকা খাটছে ভারত – সহ   সাতটি দেশে চিকেনের ব্যবসা করা এই সুগুণা চিকেনে |

পশ্চিম বাংলায় এই সংস্থার প্রত্যক্ষ কর্মীসংখ্যা 1600 | এই রকম এক কর্মী জানান, এই সময় কিলো প্রতি বিক্রি হওয়ার কথা 90 টাকায় | বিক্রি করা হচ্ছিল 80 টাকায় |

কিন্তু, ফেব্রুয়ারী মাস থেকে 72 টাকায় বিক্রি করতে হচ্ছে | প্রতিদিন 3 কোটি টাকার

ক্ষতি হচ্ছে ||

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =