কর্মীদের উদ্দেশে কাঁচরাপাড়ার চেয়ারম্যান বললেন, কর্পোরেশন হচ্ছে, মন দিয়ে দলটা করুন

113

কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান পৌরসভার তৃণমূল সমর্থক কর্মীদের একটি সভায় বললেন, কর্পোরেশন হচ্ছে, কিছু কাগজ এসেছে, বাকি কাগজও এসে যাবে, মন দিয়ে দলটা করুন |

প্রসঙ্গত, 2010 সাল থেকে এই পৌরসভা তৃণমূলের দখলে | বহু তৃণমূল কর্মী এখনও পর্যন্ত এই পৌরসভার স্থায়ী – অস্থায়ী পদে কাজ পেয়েছেন |

খুব শীঘ্রই প্রায় 60 জনের একটি প্যানেল বেরতে চলেছে |

পৌরসভার তৃণমূল সমর্থক কর্মীদের সভায় চেয়ারম্যান সুদামা রায় বলেন, দলের জন্য কাজ করুন | মন দিয়ে পৌরসভার কাজ করুন |

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + four =