কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান পৌরসভার তৃণমূল সমর্থক কর্মীদের একটি সভায় বললেন, কর্পোরেশন হচ্ছে, কিছু কাগজ এসেছে, বাকি কাগজও এসে যাবে, মন দিয়ে দলটা করুন |
প্রসঙ্গত, 2010 সাল থেকে এই পৌরসভা তৃণমূলের দখলে | বহু তৃণমূল কর্মী এখনও পর্যন্ত এই পৌরসভার স্থায়ী – অস্থায়ী পদে কাজ পেয়েছেন |
খুব শীঘ্রই প্রায় 60 জনের একটি প্যানেল বেরতে চলেছে |
পৌরসভার তৃণমূল সমর্থক কর্মীদের সভায় চেয়ারম্যান সুদামা রায় বলেন, দলের জন্য কাজ করুন | মন দিয়ে পৌরসভার কাজ করুন |