কিন্তু, কাল অর্থাৎ 26 এপ্রিল কল্যাণীর কোভিড এসএনএর কার্নিভাল হাসপাতালে ভর্তি – হওয়া নৈহাটির 10 নম্বর ওয়ার্ডের তেলেনিপাড়ার বাসিন্দা রীণা রায়ের অবস্থা সঙ্কটজনক | চিকিৎসার অভাবে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন |
রীণাদেবী করোনা পজিটিভ হওয়ায় গতকাল 26 এপ্রিল তাঁকে কার্নিভাল হাসপাতালে স্থানান্তরিত করা হয় |
কিন্তু এই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার কোন পরিকাঠামো না – থাকায় তিনি এখন মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন |
অভিযোগ, এই কোভিড হাসপাতালে ভেন্টিলেটর থাকলেও তা চালানোর ডাক্তার বা টেকনিশিয়ান নেই |
কোন বিশেষজ্ঞ ডাক্তার নেই |
পরিকাঠামোর এই হাল দেখে হতাশ রোগীর আত্মীয়রা |
অন্য দিকে, এই হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীরাও হাসপাতালের এই হাল দেখে ক্ষোভে ফুঁসছেন |