কল্যাণীর জেএনএম হাসপাতালে দূরত্ববিধি না – মেনেই করোনা – নমুনা সংগ্ৰহ করা হচ্ছে

101

কল্যাণীর বেশ ক ‘ টি নার্সিং হোম বেশী পয়সা নিয়ে করোনা পরীক্ষার রিপোর্ট বদলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ | অন্য দিকে পরীক্ষার জন্য সাত – আট হাজার টাকা চাওয়া হচ্ছে |আর এ জন্য জেএনএম হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য ভিড় হচ্ছে | কিন্তু, সেখানে    চূড়ান্ত অব্যবস্থা | দূরত্ববিধি শিকেয় তুলে নেওয়া হচ্ছে নমুনা | গায়ে গা লাগিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে | আর অনেকের আশঙ্কা, এর ফলে সেখান থেকেই সংক্ৰমণ বাড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা |

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 12 =