কল্যাণী : কোভিড হাসপাতালে ভর্তি থাকা একমাত্র রোগী চিকিৎসাই পাচ্ছেন না

62

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার স্বাস্থ্য অধিকর্তা 16 এপ্রিল কল্যাণীর কোভিড এসএনআর কার্নিভাল হাসপাতালের রোগীদের চিকিৎসার জন্য ডাক্তার এবং নার্সদের একটি টিম তৈরি করে দিয়েছেন |এই টিম এবং কার্নিভাল কোভিড হাসপাতালের রোগীদের দেখভাল করার জন্য সিওএম ও জেএনএম – এর সুপারকে দায়িত্ব দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা | 26 এপ্রিল এই কোভিড হাসপাতালে প্রথম করোনা পজিটিভ রোগী ভর্তি  হয়েছেন |

রোগীর নাম রীণা রায় ( 39 ) | বাড়ি নৈহাটির 10 নম্বর ওয়ার্ডের তেলেনিপাড়ায় | তাঁর অবস্থা সঙ্কটজনক |

কিন্তু, তাঁর চিকিৎসা করার জন্য কোন বিশেষজ্ঞ ডাক্তার নেই | ভেন্টিলেটর থাকলেও তা চালানোর জন্য কোন ডাক্তার বা টেকনিশিয়ান নেই |

হাসপাতালের সুপার অভিজিৎ মুখার্জিকে বারবার ফোন করেও পাওয়া যাচ্ছে না |

কার্নিভাল কোভিড হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও এই অব্যবস্থা দেখে আশ্চর্য বোধ করছেন |

অন্য দিকে রীণাদেবীর আত্মীয়রা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন |

এই অবস্থায় রীণাদেবী মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছেন |

মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার সব দিকে দৃষ্টি রয়েছে, অনুরোধ, একবার কল্যাণীর কোভিড হাসপাতালের দিকে তাকান |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =