পশ্চিমবঙ্গের নদীয়া জেলার স্বাস্থ্য অধিকর্তা 16 এপ্রিল কল্যাণীর কোভিড এসএনআর কার্নিভাল হাসপাতালের রোগীদের চিকিৎসার জন্য ডাক্তার এবং নার্সদের একটি টিম তৈরি করে দিয়েছেন |এই টিম এবং কার্নিভাল কোভিড হাসপাতালের রোগীদের দেখভাল করার জন্য সিওএম ও জেএনএম – এর সুপারকে দায়িত্ব দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা | 26 এপ্রিল এই কোভিড হাসপাতালে প্রথম করোনা পজিটিভ রোগী ভর্তি হয়েছেন |
রোগীর নাম রীণা রায় ( 39 ) | বাড়ি নৈহাটির 10 নম্বর ওয়ার্ডের তেলেনিপাড়ায় | তাঁর অবস্থা সঙ্কটজনক |
কিন্তু, তাঁর চিকিৎসা করার জন্য কোন বিশেষজ্ঞ ডাক্তার নেই | ভেন্টিলেটর থাকলেও তা চালানোর জন্য কোন ডাক্তার বা টেকনিশিয়ান নেই |
হাসপাতালের সুপার অভিজিৎ মুখার্জিকে বারবার ফোন করেও পাওয়া যাচ্ছে না |
কার্নিভাল কোভিড হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও এই অব্যবস্থা দেখে আশ্চর্য বোধ করছেন |
অন্য দিকে রীণাদেবীর আত্মীয়রা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন |
এই অবস্থায় রীণাদেবী মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছেন |
মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার সব দিকে দৃষ্টি রয়েছে, অনুরোধ, একবার কল্যাণীর কোভিড হাসপাতালের দিকে তাকান |