কল্যাণী যৌন কেলেঙ্কারি : ছেলের বিয়েতে প্যান্ডেলেই কোটি টাকা খরচ করেছিলেন মেডিভিউর মালিক দিলীপ বিশ্বাস

196

কল্যাণীর স্বনামধন্য চিকিৎসক প্রণবরঞ্জন দাসের জামাই দিলীপ বিশ্বাসের একমাত্র সন্তান অভিরূপ বিশ্বাসের বিরুদ্ধে যৌন – হয়রানির অভিযোগ এনেছেন এক মহিলা | ওই মহিলা ক্যামেরার সামনে বলেছেন, ” সদ্যবিবাহিতা স্ত্রী – কে ছেড়ে আমাকে বিয়ে করতে চেয়েছিলেন অভিরূপবাবু |”

কেন স্ত্রীকে ছাড়তে চেয়েছিলেন ” স্বনামে খ্যাত ” দিলীপবাবুর ডাক্তার – পুত্র অভিরূপবাবু? স্ত্রীর সঙ্গে কি তাঁর বনিবনা হচ্ছিল না?  নাকি ” বাবার দেখানো পথেই ” হাঁটতে চেয়েছিলেন ছেলে?  বাবার ” কীর্তি ” সম্পর্কে কল্যাণীবাসী সম্যক ভাবে জ্ঞাত |

এই বাবাই ছেলের বিয়েতে মদেই খরচ করেছিলেন প্রায় 30 লক্ষ টাকা | প্যান্ডেলে খরচ করেছিলে কোটি টাকা | বিয়ের 15 দিন আগে তাঁর কর্মচারী এবং আত্মীয়স্বজনদের বাড়িতে রান্না বন্ধ হয়ে গিয়েছিল | পুরো ঢাকেশ্বরী ভাড়া নিয়ে কয়েক শো মানুষকে 20 দিন ধরে খাওয়ানো হয়েছিল | বিয়ে হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসের 18 তারিখে | অভিরূপ বিয়ে করেছিলেন বাবার কলেজেরই এক সাদামাটা শিক্ষিকাকে |

( চলবে )

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + 6 =