কল্যাণী শহরে করোনার থাবা, আক্রান্ত ছ জন

326

১৩ জুন, কল্যাণী: এবার কল্যাণী শহরে করোনা থাবা বসাল। এতদিন পর্যন্ত কল্যাণীতে করোনা সংক্রমণ ঘটেনি। কিন্তু ১২ জুন শুক্রবার ছয় জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে একজনকে কল্যাণী বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচ জনকে কল্যাণী কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে তিন জনের বাড়ি ভুট্টা বাজারে। একজন এ ব্লকের বাসিন্দা, একজন ঘোষপাড়া গান্ধীনগর এলাকার ও আরেক জন রথ তলার বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 9 =