- চৌঠা মে সকালে কাঁচরাপাড়ার ভূতবাগানের 23 নম্বর ওয়ার্ডের তিরিশ বছর বয়সী সাতদিন ধরে জ্বরে আক্ৰান্ত এক গৃহবধূকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয় | প্রথমে ওই মহিলাকে ইমার্জেন্সি ওয়ার্ডের এক মৃত রোগীর পাশের বেডে শুইয়ে রাখা হয় | পরে অচৈতন্য ওই রোগীকে আউটডোরের ডাক্তার দেখেন | এরপর ওই রোগীকে ব্যারাকপুরের বিএনবসু হাসপাতালে ” রেফার ” করা হয় |
কাঁচরাপাড়া পৌরসভার জনস্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর অশোক মন্ডল জানান, ওই পরিবারটিকে আমি চিনি | ভয়ের কিছু নেই | উনি ( জ্বরে আক্ৰান্ত মহিলা ) কোনদিন বাইরে যান না |