কাঁচরাপাড়ার 7 নম্বর ওয়ার্ডে করোনা পজিটিভ

3089

বিজপুর থানার অধীন কাঁচরাপাড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মন্ডল বাজারের পিছনের মালিবাগান অঞ্চলের বাসিন্দা এবং মেঘালয়ের শিলং – ফেরত সেনাকর্মী টারজান সাউ – এর করোনা পরীক্ষার রিপোর্ট আজ পজিটিভ
এসেছে |
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালেও টারজানবাবুকে মোটরসাইকেল নিয়ে তিন – চার বার মন্ডল বাজারে ঢুকতে দেখা গেছে |
এই সেনাকর্মীকে কলকাতার কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =