গতকাল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে সন্ধে 7 টা থেকে সকাল 7 টা পর্যন্ত কার্ফু বা 144 ধারা জারি করা হয়েছে |
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্ফু না মানার কথা বলেও ঘোষণা করেছেন — যাঁরা আইন ভাঙবেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ |
কাঁচরাপাড়ায় গতকাল সন্ধে সাতটার পরে দুরন্ত পুলিশ গান্ধী মোড়, লক্ষ্মী সিনেমা, জোড়ামন্দির ও মিলননগর অঞ্চলে 25 জন কার্ফু অমান্যকারীকে বেধড়ক পিটিয়ে থানায় তুলে নিয়ে যায় |