আগামী বৃহস্পতিবার বিকেল 5টা থেকে রাজ্যে জারি হতে চলেছে কড়া লকডাউন |
মূলত কন্টেইনমেন্ট জোন গুলিতে এই কড়া লকডাউন
প্রযোজ্য হবে |
জেলা প্রশাসন কাঁচরাপাড়ায় কোন কন্টেইনমেন্ট জোন চিহ্নিত করেনি |
হালিশহর মালিপুকুর পার ( 7 নম্বর ওয়ার্ড ), কাঁপার ধানকল সারদাপল্লি এবং নৈহাটির 10 নম্বর ওয়ার্ডকে অতি স্পর্শকাতর বা কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে |