কাঁচরাপাড়া কলেজে তৃণমূলি গোষ্ঠী – সংঘর্ষ, বোমাবাজি, আহত 5

241

সরস্বতী পুজো উপলক্ষে গতকাল কাঁচরাপাড়া কলেজে বসেছিল মহাভোজের আসর | পড়ুয়াদের খাওয়ানো হচ্ছিল ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি এবং মিস্টি | এর মধ্যেই এক ছাত্রর  মেয়েদের খাওয়ার ঘরে ঢোকাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দু ‘ টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়াল | না – খেয়েই পালিয়ে গেলেন অনেক ছাত্র – ছাত্রী  |

কলেজ ফাঁকা হতেই বোমাবাজি শুরু হয়ে যায় | এক পড়ুয়াকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গুলি করার হুমকি দেয় এক বহিরাগত | দুই ছাত্রকে তাড়া করতে গিয়ে বেধড়ক মার খায় 5 তৃণমূল ছাত্র |

পুলিশ আসে | কিন্তু, পুলিশ চলে যেতেই 27 ফেব্রুয়ারীর বারবেলায় ফের মারপিটে জড়িয়ে পড়ে তৃণমূলের দু ‘ টি গোষ্ঠী |

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 4 =