কাঁচরাপাড়া পৌরসভার নির্বাচিত বোর্ড ভাঙল, পৌরসভা চালাবে রাজ্য সরকার মনোনীত চার জনের প্রশাসক বোর্ড

154

চতুর্থ দফার লক ডাউন শুরুর মুখেই কাঁচরাপাড়া পৌরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ আজ 18 মে শেষ হল | আর আজই চলে এল সরকারি নির্দেশ |
এই নির্দেশে বলা হয়েছে, চার জনের প্রশাসক বোর্ড আগামী ছ মাস এই পৌরসভার দায়িত্বে থাকবেন |
এই প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হবেন বিদায়ী পৌরবোর্ডের চেয়ারম্যান সুদামা রায় | প্রশাসক বোর্ডের বাকি তিন জন সদস্য হলেন বিদায়ী বোর্ডের ভাইস চেয়ারম্যান মাখন সিনহা এবং বিদায়ী বোর্ডের দুই চেয়ারম্যান ইন কাউন্সিল অশোক মন্ডল এবং বাসনা বিশ্বাস |
এই প্রশাসক বোর্ড রাজ্য সরকারের নির্দেশে চলবে | নির্বাচিত পৌরবোর্ডের মতো এই প্রশাসক বোর্ড স্বাধীন ভাবে কোন সিদ্ধান্ত নিতে পারবে না |
এদিকে খবর, বোর্ড ভাঙলে পৌরসভা তাঁদের দখলেই চলে আসবে বলে ভেবেছিলেন স্থানীয় তৃণমূলের সুদামা – বিরোধী গোষ্ঠী | আলোরাণী সরকারকে সামনে রেখে এবং পৌরসভার ইও – কে মধ্যমণি করে পৌরসভা থেকে সুদামা গোষ্ঠীকে উৎখাতের ছক কষেছিল এই গোষ্ঠী |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 1 =