কাঁচরাপাড়া পৌরসভা : নবনির্মিত ভবন উদ্বোধনের ফলকে অমার্জনীয় বানান ভুল

170

আজ 27 ফেব্রুয়ারী বিকেলে কাঁচরাপাড়া পৌরসভার নবনির্মিত পৌর প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী | এই উপলক্ষে একটি উদ্বোধনী ফলক স্যানিটারি দফতরের সামনের দেওয়ালে লাগানো হয়েছে | সেই ফলকে রয়েছে দু ‘ টি অমার্জনীয় বানান ভুল |

আনুষ্ঠানিক শব্দের বানান লেখা

হয়েছে ” অনুষ্ঠানিক ” এবং উদ্বোধন শব্দের বানান লেখা

হয়েছে ” উদ্বোদন ” |

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =