নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রক্তচাপ বেড়েছে কাঁচরাপাড়া তৃণমূলে । এই চাপ সহ্য করতে না পেরে কেউ চুপ করে বসে দিন গুনছেন,কেউ চলে গেছেন আড়ালে । পথসভায় কেউ আবার অস্বাভাবিক চিৎকার করছেন । বলতে গেলে কাঁচরাপাড়া তৃণমূলকে এক্কেবারে পথে বসিয়ে দিয়েছেন পার্থ ভৌমিক – জ্যোতিপ্রিয় মল্লিকরা । পার্থবাবুর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না । আর মল্লিকবাবু করোনা-আক্রান্ত হয়ে এতোদিন শুয়েছিলেন । আর তাই ঘুমিয়ে পড়েছে কাঁচরাপাড়া তৃণমূল । শয়ে শয়ে বিজেপি কর্মী মানিকতলায়- লিচূবগানে ডি জে বাজিয়ে পিকনিক করলেও ঘুম ভাঙছে না তৃণমূলের । কর্মীদের ঘুমের খবর নাকি পেয়েছেন অভিষেকবাবু । তিনি ২৬ সেপ্টেম্বর পার্থবাবুকে ডেকে পাঠিয়েছেন । কি কৈফিয়ত দেবেন পার্থবাবু?