আজ 4 মার্চ সকালে কাঁচরাপাড়ার স্টেশন রোডের একটি মদের দোকানের সামনে মদ্যপায়ীদের ভিড় হটাতে পুলিশ লাঠিচার্জ করে |এদিকে খবর, আজ রাজ্যে কোন মদের দোকান খুলছে না | আজ মুখ্যমন্ত্রী এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর জানাবেন, মদের দোকান কবে থেকে খুলবে |
মদের দোকান খুললে খোলা থাকবে বেলা দশটা থেকে সন্ধে ছ ‘ টা পর্যন্ত |