কাঁচরাপাড়া রেলের অধীন হালিসহর স্টোরের কর্মী এবং একদা কাঁচরাপাড়ার থানা মোড় অঞ্চলের বাসিন্দা বিন্দু প্রসাদ ভালো আছেন বলে তাঁর অফিসের কয়েকটি সূত্র থেকে জানা গেছে |
তাঁকে 8 জুন রাতে ব্যারাকপুরের টেকনো গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল |
ভর্তির দিন তাঁকে রাখা হয়েছিল হাসপাতালের দ্বিতলে |
ভালো থাকায় 11 জুন তাঁকে একতলায় পাঠানো
হয়েছে |
প্রসঙ্গত, কাঁচরাপাড়া রেল হাসপাতালে ভর্তি থাকার সময়েই বিন্দুর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ
আসে |অবশ্য তাঁর সঙ্গে ভর্তি থাকা অন্য দুই রেলকর্মীর রিপোর্ট নেগেটিভ আসে |
বিন্দুকে ব্যারাকপুরে ভর্তি করা হয় |
কিন্তু, দুঃখের বিষয়, 10 জুন সকাল থেকে তাঁর সম্পর্কে গুজব ছড়িয়ে দেওয়া হয় |
বিজপুর পুলিশের একটি সূত্র গতকাল জানায়, বিন্দু সম্পর্কে কোন আপডেট থানায় পাঠানো হয়নি |
এদিকে বিন্দু করোনা পজিটিভ হওয়ায় রেল
হাসপাতালের ওটি – আউটডোর সহ বাঁ দিকের বিভাগ গুলিকে নন কোভিড এবং ডানদিকের অংশটিকে কোভিড সেকশন বলে চিহ্নিত করা হয় |
কোভিড সেকশন – এর স্বাস্থ্যকর্মীদের 10 জুন থেকে আইসোলেশনে পাঠানো হয় |
এদিকে হালিশহর স্টোর সূত্রে জানা গেছে, বিন্দু ভালো আছেন | কিন্ত, কিছু চাইছেন, কি করি বলুন তো?