কাঁচরাপাড়া রেলের কর্মী বিন্দু ভালো আছেন

248

কাঁচরাপাড়া রেলের অধীন হালিসহর স্টোরের কর্মী এবং একদা কাঁচরাপাড়ার থানা মোড় অঞ্চলের বাসিন্দা বিন্দু প্রসাদ ভালো আছেন বলে তাঁর অফিসের কয়েকটি সূত্র থেকে জানা গেছে |
তাঁকে 8 জুন রাতে ব্যারাকপুরের টেকনো গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল |
ভর্তির দিন তাঁকে রাখা হয়েছিল হাসপাতালের দ্বিতলে |
ভালো থাকায় 11 জুন তাঁকে একতলায় পাঠানো
হয়েছে |
প্রসঙ্গত, কাঁচরাপাড়া রেল হাসপাতালে ভর্তি থাকার সময়েই বিন্দুর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ
আসে |অবশ্য তাঁর সঙ্গে ভর্তি থাকা অন্য দুই রেলকর্মীর রিপোর্ট নেগেটিভ আসে |
বিন্দুকে ব্যারাকপুরে ভর্তি করা হয় |
কিন্তু, দুঃখের বিষয়, 10 জুন সকাল থেকে তাঁর সম্পর্কে গুজব ছড়িয়ে দেওয়া হয় |
বিজপুর পুলিশের একটি সূত্র গতকাল জানায়, বিন্দু সম্পর্কে কোন আপডেট থানায় পাঠানো হয়নি |
এদিকে বিন্দু করোনা পজিটিভ হওয়ায় রেল
হাসপাতালের ওটি – আউটডোর সহ বাঁ দিকের বিভাগ গুলিকে নন কোভিড এবং ডানদিকের অংশটিকে কোভিড সেকশন বলে চিহ্নিত করা হয় |
কোভিড সেকশন – এর স্বাস্থ্যকর্মীদের 10 জুন থেকে আইসোলেশনে পাঠানো হয় |
এদিকে হালিশহর স্টোর সূত্রে জানা গেছে, বিন্দু ভালো আছেন | কিন্ত, কিছু চাইছেন, কি করি বলুন তো?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =