আটই জুন রাত পৌনে এগারোটায় কাঁচরাপাড়া রেল হাসপাতালে চিকিৎসাধীন কাঁচরাপাড়া রেলের অধীন হালিশহর স্টোরের কর্মী বিন্দু প্রসাদকে কদম্বগাছি কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে |
এদিকে জানা গেছে, বিন্দুর সঙ্গে এই রেল হাসপাতালেই চিকিৎসাধীন 2 রেলকর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে |
বিন্দুবাবুর বাড়ি ব্যারাকপুরে |
তিনি কাঁচরাপাড়ার থানা মোড়ের এক আত্মীয়র বাড়িতে কয়েক দিন ছিলেন |
সেখানে থাকতে থাকতেই তিনি অসুস্থ বোধ করেন |
বিন্দুবাবু রেল হাসপাতালে থাকায় তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত এক ঝাঁক নার্স এবং ডাক্তারকে 10 জুন থেকে 14 দিনের আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কাঁচরাপাড়া রেল হাসপাতাল কর্তৃপক্ষ |
এঁদের ফোরম্যান কলোনির ফার্স্ট এভিনিউর একটি কোয়ার্টারে রাখা হবে |
অন্য দিকে কাঁচরাপাড়া রেল কর্তৃপক্ষ বিন্দু প্রসাদের 17 সহকর্মীকে আগামীকাল থেকে আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন |
রেল হাসপাতাল কর্তৃপক্ষ ওটি,আউটডোর – সহ বাঁ দিককে নন কোভিড এবং ডান দিকের অংশকে কোভিড বলে ঘোষণা করতে চলেছে |
এদিকে জানা গেছে,জেটিয়া ইউ বি আই ব্যাঙ্ক সংলগ্ন অঞ্চলে এক স্বাস্থ্যকর্মী কোভিড পজিটিভ হওয়ায় 10 জুন সকালে ওই ব্যাঙ্ক এবং এলাকা স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করা হয় |