কাঁচরাপাড়া রেল : ইউনিয়ন- নেতাদের ‘ ভুলেই ‘একশো শতাংশ কর্মী নিয়েই চলছে কাজ, করোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক রেলকর্মী

264

কাঁচরাপাড়া রেল কর্তৃপক্ষের চাল কী বুঝতে পারেননি কর্মী ইউনিয়নের নেতারা? নাকি বুঝেসুঝেই তাঁরা ফাঁদে পা দিয়েছেন ?  রেলকর্মীরা বলছেন, রেল ম্যানেজমেন্টকে ফ্রিহ্যান্ড দিতেই ন্যাকা সেজে কাগজে স্বাক্ষর করে দিয়েছেন নেতারা | কাঁচরাপাড়ার মতো এমন ‘নোংরামি ‘ কোথাও  দেখা যায় না |নেতাদের উপরে রেলকর্মীরা কেন এতো রেগে রয়েছেন?  রয়েছেন, কারণ ইউনিয়ন নেতারা কাগজে স্বাক্ষর করেছেন বলেই নাক ঘুরিয়ে একশো শতাংশ কর্মীকে প্রোডাকশনে নামিয়ে দিতে পেরেছে ম্যানেজমেন্ট |কীরকম সেই ঘুরপথ?রেলকর্মীদের দুটি শিফটে ভাগ করে দেওয়া হয়েছে | প্রথম শিফটে সকাল সাড়ে ছ ‘ টা থেকে দুপুর আড়াইটে  পর্যন্ত কাজ করছেন 50 শতাংশ কর্মী | দ্বিতীয় শিফটে কাজ করছেন বাকি 50 শতাংশ কর্মী | এই দ্বিতীয় শিফট বেলা সাড়ে দশটায় শুরু হয়ে শেষ হচ্ছে সন্ধে সাড়ে ছ ‘ টায় | তাহলে বেলা সাড়ে দশটা থেকে আড়াইটে , এই 4 ঘন্টা সময়ে একশো শতাংশ কর্মী একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে কাজ করছেন ! আর করোনা সংক্ৰমিত রেলশ্রমিকের সংখ্যা বেড়েই চলেছে | আর গড়ে 15 থেকে 20 জন করোনা সংক্ৰমিত  রেলকর্মী কাঁচরাপাড়া রেল হাসপাতালে চিকিৎসাধীন থাকছেন |

কিন্ত, সেই রেল হাসপাতাল নিয়েও রয়েছে আর এক কিসসা |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − 1 =