কাঁচরাপাড়া রেল : ওয়ার্কস ম্যানেজার কোভিড পজিটিভ

559

আজ 12 জুলাই উত্তর 24 পরগনার জেলা শাসককে কাঁচরাপাড়া রেলের পক্ষে চিঠি দিয়ে জানানো হয়েছে, ওয়ার্কস ম্যানেজার অভিনয় কুমার এবং 1 নম্বর শপের সিনিয়র সুপার বিশ্বনাথ চক্রবর্তীর রক্তে নোভেল করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে |
সব মিলিয়ে কাঁচরাপাড়া রেলের 15 অফিসারকে হোম কোয়রাণ্টিনে পাঠানো হয়েছে | কাঁচরাপাড়া রেলের মস্তিস্ক পার্সোনাল ব্রাঞ্চ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায়
প্রোডাকশন লাটে উঠেছে |
কাঁচরাপাড়া রেলের কাজ বন্ধ হয়ে যাওয়ার দিকে এগোচ্ছে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =