কাঁচরাপাড়া : তৃণমূল- সভাপতি খোকন- আশ্রিত “ফান্ড- কেলেঙ্কারির নায়ক ” অমল এবং “মূর্খ- কামাইবাজ” কালির দৌরাত্ম্য ,পদত্যাগ করলেন হার্নেট ইংলিশের প্রিন্সিপ্যাল

1327

কাঁচরাপাড়া শহর তৃণমূল সভাপতি এবং হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালন সমিতির প্রেসিডেন্ট খোকন তালুকদারের মদতপুস্ট “মূর্খ -কামাইবাজ ” কালি এবং খোকনবাবুর ভাই “হকার্স কর্নার ফান্ড কেলেঙ্কারির অন্যতম নায়ক ” অমলের দৌরাত্ম্যে স্কুলের প্রিন্সিপ্যাল শ্যামলকুমার ব্যানার্জি ৭ সেপ্টেম্বর পদত্যাগ করতে বাধ্য হলেন |খবর, এই বিষয়ে নাকি খোকনবাবুকে পূর্ণ সমর্থন জানিয়েছেন তৃণমূলের এক জেলা সম্পাদক | এই সম্পাদক নাকি খোকনবাবুকে প্রিন্সিপ্যালকে ট্যাকল করার অনুমতি দিয়েছিলেন | প্রিন্সিপ্যাল স্কুলে কামাইবাজির প্রতিবাদ করে মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখেছিলেন |স্কুলে কামাইবাজির প্রতিবাদ করে শিক্ষক দিবসের আগের দিন হার্নেট ইংলিশের পরিচালন সমিতি থেকে পদত্যাগ করেন শিক্ষক এবং কাঁচরাপাড়া পৌরসভার বিদায়ী তৃণমূল কাউন্সিলর অলোকময় লাহিড়ি | শারীরিক কারণে এই পদত্যাগ প্রকাশ্যে বললেও লাহিড়িবাবু ঘনিষ্ঠমহলে বলছেন — শিক্ষক হয়ে শিক্ষা- প্রতিষ্ঠানে চুরি- ডাকাতি মানতে পারছি না, তাই পদত্যাগ করলাম | প্রসঙ্গত, এই স্কুলের সমিতি থেকে এর আগে তৃণমূল নেতা রঞ্জিত চৌধুরীকে সরিয়ে দিয়েছিল স্কুল – সম্পাদক সুনীল ( কালি ) রায়ের টিম | চেকে সই করার ক্ষমতা রয়েছে কামাইবাজ হিসেবে খ্যাত কালিবাবুর | কালিবাবুর চ্যালা অমল | আর তাই শহরের রাজনৈতিক মহলে চলছে ঠাট্টা – তামাশা  |বলা  হচ্ছে , ওই স্কুলে তো বেড়ালকে মাছ পাহারা দেবার দায়িত্ব দেওয়া হয়েছে !

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =