কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল যেন প্যান্ডোরার বাক্স | যে বাক্স থেকে বেরিয়ে আসছে একের পর এক রহস্যময় কেলেঙ্কারি | এবার যেমন বেরিয়ে এসেছে চিঠি রহস্য | ” জাল চিঠি ” |
৪ সেপ্টেম্বর এই স্কুলের ১০ বছরের প্রিন্সিপ্যাল শ্যমলকুমার ব্যানার্জী ইস্তফা দিয়েছেন বলে প্রেস কনফারেন্সে জানিয়েছেন স্কুলের প্রেসিডেন্ট অশোক ওরফে খোকন তালুকদার | সেই ইস্তফাপত্র আসল না নকল এই প্রশ্ন উঠতে শুরু করেছে|
অনেকের মনে হচ্ছে পত্রে মানে চিঠির নিচের সই প্রিন্সিপ্যালের হলেও এই পত্র বা চিঠির বয়ান অন্য কারও লেখা | লেখা এমন কোন ব্যক্তির , যিনি ইংরেজি ভাষায় একটি বাক্যও সঠিক লিখতে পারেন না |
চিঠির বয়ান বলে দিচ্ছে ,শ্যমলকুমার ব্যানার্জীর মতো ২৫ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন শিক্ষক এই রকম ভুল ইংরেজি লিখতে পারেন না | তাই অনেকের ধারণা, অন্য কেউ এই চিঠির বয়ান লিখে তাঁকে পত্রের নিচে জোর করে সই করিয়েছে | অথবা ” ব্ল্যাঙ্ক প্যাডে ” প্রিন্সিপ্যালকে সই করিয়ে নিয়ে পরে পদত্যাগের বয়ান টাইপ করে ই মেলে স্কুলের সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন |