কলকাতা পৌরসভায় শেষবার প্রশাসক বসেছিল 1985 সালে | প্রায় 35 বছর বাদে সেই একই সম্ভাবনা উঁকি দিতে শুরু করেছে | আজ একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্যে এই জল্পনা আরও জোরদার হয়েছে | অন্য দিকে, পৌরমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, রাজ্যের যে পৌরসভা গুলির মেয়াদ 17 মে বা তার পরে শেষ হচ্ছে, দেই পৌরসভা গুলিতেও প্রশাসক বসবে | চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এগজিকিউটিভ অফিসারকে নিয়ে তৈরি হবে গাইডেন্স কমিটি | কাঁচরাপাড়া ও হালিশহর পৌরসভার বোর্ডের মেয়াদ 17 মে শেষ হচ্ছে | তাই এই দু ‘ টি পৌরসভাতেও কী প্রশাসক বসতে চলেছে?
অবশ্য একটি অন্য সম্ভাবনার কথাও বিরসবদনে পেশ করেছেন পৌরমন্ত্রী | বলেছেন, একটি আইনি চিঠি পাঠানো হয়েছে |
অনুমান, সেই চিঠিতে রাজ্যের মেয়াদ – ফুরনো পৌরবোর্ড গুলির আয়ু ছ মাস বাড়ানোর সুপারিশ করা হয়েছে |
তবে সেই সুপারিশ ধোপে টেকার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিরোধীরা |