মাঝিপাড়া-পলাশীর ধানকলে করোনা পজিটিভ
——————-
এবার রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বারাকপুর -এক ব্লকের নৈহাটি গ্রামীণ এলাকার মাঝিপাড়া – পলাশী গ্রাম পঞ্চায়েতের অধীন ধানকলে মিলল করোনা রোগীর সন্ধান। মাছ নিয়ে দিল্লিতে যায় ধানকলের ছয় ব্যক্তি। লকডাউনের ফলে আটকে পড়ে তারা। এক সপ্তাহ আগেই তারা দিল্লী থেকে ফিরে আসে।
ধানকল শিশু শিক্ষা কেন্দ্রে তাদের জন্যে হয় কোয়রাণ্টিন সেন্টার। সেখানেই ছিল তারা। তাদের লালা রসের নমুনা পরীক্ষা হয়। সেই রিপোর্ট আজকে এসে পৌছালে জানা যায় তাদের মধ্যে এক জনের রিপোর্ট পজিটিভ বেরিয়েছে। তার বাড়ি সারদাপল্লী। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।