তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা প্রশান্ত কিশোর দিদিকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন, পঞ্চায়েত স্তরে ব্যাপক দুর্নীতি চলছে |
কাটমানি খাওয়া আবার শুরু হয়েছে |
এর প্রভাব নির্বাচনে পড়বেই |
প্রশান্ত কিশোরকে নিয়োগ করা হয়েছে লোকসভা নির্বাচনের পরে |
পশ্চিমবঙ্গের মানুষ জানেন, লোকসভা নির্বাচনে এই ব্যাপক দুর্নীতির জন্যই বিজেপি 18 টি আসন
পেয়েছে |
অন্য দিকে 121 টি বিধানসভায় পিছিয়ে পড়েছে তৃণমূল |
এই 121 এর মধ্যে রয়েছে নৈহাটি বিধানসভা |
দেহব্যবসা, জমিবাড়ির দালালি আর পঞ্চায়েতে দুর্নীতিতে এই বিধানসভার তৃণমূল কর্মীরা পিএইচডি করে ফেলেছেন |
এখন এই করোনা বিপর্যয়ের মধ্যে এই বিধানসভার অধীন কাঁপার এক শ্রেণীর বাইরে তৃণমূল ভিতরে বিজেপি পঞ্চায়েতবাবুদের মদতে একটি পুকুর ভরাটের কাজ শেষ হয়েছে |
তৃণমূলবাবুদের কীর্তির সাক্ষ্য দিচ্ছে এই প্রতিবেদনের সঙ্গে দেওয়া ছবিটি |