বিজপুর থানার অধীন কাঁপার সাগর গ্রামীণ ব্যাঙ্ক সংলগ্ন বিলের ধারের লোকনাথ এপার্টমেন্টের বাসিন্দা এবং দক্ষিণ 24 পরগনায় কর্মরত সত্যজিৎ রায় নামে এক পুলিশকর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে আজ বিকেলে জানা গেছে |
স্থানীয় পুলিশকর্মীরা তাঁকে কোভিড হাসপাতালে ভর্তি করিয়েছেন |