কাঁপা – চারাপোলের করোনা আক্রান্ত গত এক মাস ধরে কাঁচরাপাড়ার একটি ক্লিনিকে চিকিৎসা করাচ্ছিলেন

642

কাঁচরাপাড়ার কবিগুরু রবীন্দ্র পথের একটি ক্লিনিকে গত এক মাস ধরে চিকিৎসা করিয়ে আসছিলেন বারাকপুর – এক ব্লকের বিজপুর থানার অধীন কাঁপা চারাপোলের আদি কালীবাড়ি অঞ্চলের বাসিন্দা ও প্রাক্তন সেনাকর্মী বীরেন্দ্রনাথ সরকার |
কিন্তু, তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল |
এরপরই চলতি মাসের শুরুতে তাঁকে বারাকপুর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে
তাঁকে কলকাতার কমান্ড হাসপাতালে পাঠানো হয় |
সেখানে তাঁর লালারসের পরীক্ষা হয় |
বীরেনবাবুর পরিবারের পক্ষে জানানো হয়েছে, ওই ক্লিনিকে চিকিৎসা চলাকালীনই প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন বীরেন্দ্রনাথবাবু | করোনার উপসর্গ দেখা যায় |
কিন্ত, ওই ক্লিনিকে করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় পরীক্ষ্যার জন্য তাঁকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় |
কমান্ড হাসপাতাল থেকে দিন চারেক আগে তাঁর নমুনা পজিটিভ বলে জানিয়ে তাঁকে কোন কোভিড হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয় |
অন্য দিকে দেরিতে হলেও সেই মেসেজ কমান্ড থেকে ব্যারাকপুরের সেনা হাসপাতালে পাঠানো হয় |
গতকাল 7 জুন বারাকপুর সেনা হাসপাতাল থেকে খবর করা হয় বিজপুর থানাকে |
বিজপুর থানা গতকালই বীরেন্দ্রনাথবাবুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে |
তাঁর পরিবারের পক্ষে বলা হয়েছে, আজ কমান্ড হাসপাতাল গাড়ি পাঠিয়ে বীরেন্দ্রনাথবাবুকে
নিয়ে যাবে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 1 =