বিজপুর থানার অধীন কাঁপা – iচারাপোলের আদি কালীবাড়ি অঞ্চলের বাসিন্দা ও প্রাক্তন সেনাকর্মী বীরেন্দ্রনাথ সরকার (63)অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন কাঁচরাপাড়ার কবিগুরু রবীন্দ্র পথের একটি ক্লিনিকেই,চাঞ্চল্যকর এই তথ্য পাওয়া গেছে আক্রান্তের পরিবার সূত্রেই |
চিকিৎসা সংক্রান্ত কাগজ ঘেঁটে দেখা যাচ্ছে, গত মাসের 23 তারিখ বীরেন্দ্রনাথবাবুকে শেষবার দেখে রিপোর্ট দেন ওই ক্লিনিকের ডাক্তারবাবু |তাঁকে করোনা পরীক্ষার জন্য সম্ভবত সুপারিশ করেন ডাক্তারবাবু |
সেই রিপোর্ট নিয়েই বারাকপুর সেনা হাসপাতালে করোনা পরীক্ষার জন্য যান ওই ফৌজি |
সেখানে কোভিড টেস্ট হয় না |
এরপর তিনি দৌড়ন কলকাতার কমান্ড হাসপাতালে |
সেখানেই ধরা পড়ে তিনি করোনা পজিটিভ |
আজ তাঁকে কমান্ড হাসপাতাল থেকে গাড়ি পাঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে |
এদিকে,কাঁচরাপাড়ার ওই ক্লিনিকে চিকিৎসা করার সময়েই বীরেন্দ্রনাথবাবু করোনায় আক্ৰান্ত হওয়ায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে |
ওই ক্লিনিক স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করার দাবি তুলতে শুরু করেছেন ওই ক্লিনিকের কর্মীরাই |
জীবাণুমুক্তকরণের আগে ওই ক্লিনিক ” সিল ”
করার দাবি তুলেছেন কাঁচরাপাড়ার চিকিৎসামহলের সঙ্গে
স্বাস্থ্যকর্মীরা |