দিল্লিতে মাছ বিক্রি করতে গিয়েছিলেন উত্তর 24 পরগনার বারাকপুর এক ব্লকের মাঝিপাড়া – পলাশী গ্রাম পঞ্চায়েতের বিজপুর থানার আওতাধীন ধানকল সারদাপল্লির 6 মৎস্যজীবী |
লক ডাউনের কারণে তাঁরা সেখানে আটকে পড়েন | এক সপ্তাহ আগে তাঁরা সারদাপল্লিতে ফিরলে ধানকল শিশু শিক্ষা কেন্দ্রের কোয়ারেন্টাইন সেন্টারে তাঁদের রাখা হয় | তাঁদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল | আজ সেই রিপোর্ট এসেছে | এই রিপোর্টে বিশু বিশ্বাস নামে এক মৎস্যজীবির রিপোর্ট করোনা পজিটিভ বলে জানানো হয়েছে |
এই খবর প্রশাসনের কাছে পৌঁছতেই পাঁচ গাড়ি পুলিশ গিয়ে বিশু বিশ্বাস এবং তাঁর 5 সঙ্গীকে নিয়ে গিয়ে বারাসতের দিকের একটি হাসপাতালে ভর্তি করে দেয় বলে অসমর্থিত সূত্রে জানা গেছে |
এদিকে এই খবর ছড়াতেই এলাকায় আতঙ্ক
ছড়িয়েছে | স্থানীয় মানুষ বলছেন, ওই 6 ব্যক্তির সঙ্গে এলাকার এলাকার কোন কোন ব্যক্তি আড্ডাও মেরেছিলেন |
করোনা সংক্ৰমণ থেকে এলাকার মানুষকে সতর্ক থাকতে বলেছে প্রশাসন |
ধানকল বাজার বন্ধ করে দেওয়া হয়েছে |
প্রশাসন বলছে, অযথা আতঙ্কিত হওয়ার দরকার
নেই |