দিল্লি ফেরত বারাকপুর এক ব্লকের বিজপুর থানার অধীন মাঝিপাড়া – পলাশী পঞ্চায়েতের ধানকল সারদাপল্লির মৎস্যজীবী বিশু বিশ্বাসকে রাজারহাট কোয়রাণ্টিন কেন্দ্রে রাখা হয়েছে | 28 মে তাকে এই কেন্দ্রে ভর্তি করা হয় |
29 ও 30 মে বিশুবাবুকে দুটি ট্যাবলেট খাওয়ানো
হয় | আজ তার পেটে একটি ইনজেকশন দেওয়া হয়েছে |
তার লালারসের রিপোর্ট করোনা পজিটিভ হওয়া সত্বেও এখন বিশু ভালো আছেন |
তার মধ্যে করোনার উপসর্গ গুলি দেখা যাচ্ছে না | তবে এখনও দ্বিতীয় বারের জন্য তার লালারসের পরীক্ষা করা হয়নি |
এদিকে জানা গেছে,রাজারহাট কোয়রাণ্টিনে জমা দেওয়া পুলিশ রিপোর্টে বিশুর ঠিকানার
জায়গায় ” ডোমকল ” লেখা হয়েছিল | কোয়রাণ্টিন কর্তৃপক্ষ সে ভুল শুধরে ধানকল করে দেন |
প্রসঙ্গত, দিল্লি থেকে ফেরার পর ব্যারাকপুরের বি এন বসু হাসপাতালে বিশু সহ 6 জনের নমুনা পরীক্ষা করানো হয়েছিল |
সেই পরীক্ষার রিপোর্টেই বিশুর নমুনা পজিটিভ বলে জানানো হয় |
এখনও কোন পরীক্ষায় বিশু করোনা সংক্ৰমণ মুক্ত বলে জানানো হয়নি |