কাঁপা / বিজপুর : কাঁপার কেন্দ্রীয় বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক করোনা পজিটিভ

534

গতকাল, 14 জুন, বিজপুর থানা সূত্রে খবর,কাঁপার কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক মণীশ প্রসাদ চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই করোনা সংক্রমণের শিকার হয়েছেন |
শারীরিক ভাবে দুর্বল এই শিক্ষক হুইলচেয়ার চালিয়ে স্কুলে আসেন |
তাঁর দুই হাত কাজ করে না |
কাঁপা বটতলা অঞ্চলে তিনি থাকেন |
তিনি এখন ওই বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন |
অন্য দিকে অসমর্থিত সূত্রে খবর, কাঁপা – চাকলা পঞ্চায়েতের অধীন জোনপুর সাঁতরাপাড়ার রবীন্দ্রনগরের বাসিন্দা অঞ্জলি দে ( 60 ) – র করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 3 =