গতকাল, 14 জুন, বিজপুর থানা সূত্রে খবর,কাঁপার কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক মণীশ প্রসাদ চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই করোনা সংক্রমণের শিকার হয়েছেন |
শারীরিক ভাবে দুর্বল এই শিক্ষক হুইলচেয়ার চালিয়ে স্কুলে আসেন |
তাঁর দুই হাত কাজ করে না |
কাঁপা বটতলা অঞ্চলে তিনি থাকেন |
তিনি এখন ওই বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন |
অন্য দিকে অসমর্থিত সূত্রে খবর, কাঁপা – চাকলা পঞ্চায়েতের অধীন জোনপুর সাঁতরাপাড়ার রবীন্দ্রনগরের বাসিন্দা অঞ্জলি দে ( 60 ) – র করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে |