অন্য রাজ্য থেকে বিশেষ ট্রেনে পরিযায়ী শ্রমিকেরা ঘরে ফিরছেন |
তাঁদের জন্য উত্তর 24 পরগনা জেলার বারাকপুর এক ব্লকের কাঁপা – চাকলা পঞ্চায়েতের কাঁপা হাইস্কুলে করা হয়েছে কোয়রাণ্টিন সেন্টার |
পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ নিয়োগী জানিয়েছেন, “এই সেন্টারে মহারাষ্ট্র – ফেরত 4 জন শ্রমিক রয়েছেন | এই পঞ্চায়েতের অধীন জোনপুরের রবীদ্র নগরের একটি আইসিডিএস কেন্দ্রে রয়েছেন মহারাষ্ট্র – ফেরত 3 জন শ্রমিক | ”
কোয়রাণ্টিন কেন্দ্র গুলির বাইরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানান রবিবাবু |
অন্য দিকে, কাঁপার পাশের মাঝিপাড়া – পলাশী পঞ্চায়েতের ধানকল শিশুশিক্ষা কেন্দ্রে রয়েছেন 3
জন |গতকাল তাঁদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে |
অন্য দিকে, কাঁচরাপাড়ার 21 নম্বর ওয়ার্ডের কোয়রাণ্টিন কেন্দ্রে 5 জন রয়েছেন বলে জানিয়েছেন পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য অশোককুমার
মন্ডল |
এদিকে, পৌরসভার পক্ষে আশ্স্বস্ত করে বলা হয়েছে সারদাদেবী গার্লস হাইস্কুলে কোয়রাণ্টিন কেন্দ্র করা হচ্ছে না |