কাউন্সিলর, বুথ সভাপতি, প্রধান, চেয়ারম্যানদের নিয়ে বৈঠক চলছে বারাসতে, চলবে গভীর রাত পর্যন্ত, প্রশান্ত কিশোর প্রত্যেককে ডেকে প্রশ্ন করছেন

58

মাস্টারমশাই প্রশান্ত কিশোর স্কুলের বাচ্চাদের মানে উত্তর 24 পরগনা জেলার প্রত্যেকটি পৌরসভার চেয়ারম্যান, প্রত্যেকটি পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর এবং প্রত্যেকটি বুথের অধীন পার্ট সভাপতিদের নিয়ে আজ বারাসতে বৈঠকে বসেছেন | প্রায় এক হাজার ছাত্রের প্রত্যেককে পি কে ডাকছেন এবং নানান প্রশ্ন করছেন | এই ভাবে ক্লাশ  চলায় মনে করা হচ্ছে বৈঠক গড়াবে গভীর রাত পর্যন্ত |

এই ভাবে বৈঠক জেলায় আগে কখনও হয়নি | ফলত এই বৈঠক ঘিরে জেলা তৃণমূলে নড়াচড়া পড়ে গেছে | প্রসঙ্গত, ইতিমধ্যেই জেলার পৌরসভা গুলির কাউন্সিলরদের জনপ্রিয়তা এবং কাজ নিয়ে ফাইল তৈরী করে ফেলেছেন প্রশান্ত কিশোর |

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 4 =