মাস্টারমশাই প্রশান্ত কিশোর স্কুলের বাচ্চাদের মানে উত্তর 24 পরগনা জেলার প্রত্যেকটি পৌরসভার চেয়ারম্যান, প্রত্যেকটি পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর এবং প্রত্যেকটি বুথের অধীন পার্ট সভাপতিদের নিয়ে আজ বারাসতে বৈঠকে বসেছেন | প্রায় এক হাজার ছাত্রের প্রত্যেককে পি কে ডাকছেন এবং নানান প্রশ্ন করছেন | এই ভাবে ক্লাশ চলায় মনে করা হচ্ছে বৈঠক গড়াবে গভীর রাত পর্যন্ত |
এই ভাবে বৈঠক জেলায় আগে কখনও হয়নি | ফলত এই বৈঠক ঘিরে জেলা তৃণমূলে নড়াচড়া পড়ে গেছে | প্রসঙ্গত, ইতিমধ্যেই জেলার পৌরসভা গুলির কাউন্সিলরদের জনপ্রিয়তা এবং কাজ নিয়ে ফাইল তৈরী করে ফেলেছেন প্রশান্ত কিশোর |