কালীপুজোর পরেই পুলিশ ঘুরে দাঁড়াবে, বঙ্গ বিজেপিকে কী এই বার্তাই দিয়ে গেলেন অমিত শাহ

237

কর্পোরেট চালে চলা বিজেপির টপ ম্যানেজার অমিত শাহ দু দিনের বঙ্গ ভিজিটে এসে টিম বেঙ্গলের টার্গেট সেট করে দিল্লি ফেরত গেলেন । সামনের বিধানসভা নির্বাচনের সিজিনে এই টার্গেট হল ২০০ ।
কর্পোরেট সংস্থায় কর্মরতরা অমিতবাবুর টার্গেট দেখেই বলতে শুরু করেছেন, সাধারণত টপ ম্যানেজারেরা টিম যা পারে তার ডাবল টার্গেট সেট করেন । যাতে টিম ঢিলেঢালা ভাব ঝেড়ে ফেলে ২৪ ঘন্টা ফিল্ডে পড়ে থাকে । প্রতিটি কর্মী যাতে নিজেদের পুরোটাই টার্গেটে পৌঁছতে দিয়ে দেয় ।
এই কর্পোরেট কালচারকে মেনে নিলে ধরে নিতে পারি বঙ্গ বিজেপির হাতের মুঠোয় ১০০ বা তার কিছু কম বিধানসভা আসন রয়েছে । তাহলে ২০০- র টার্গেটে পৌঁছনোর জন্য টপ ম্যানেজার বেঙ্ল বিজেপিকে কী কী টিপস দিয়ে গেলেন ?
টিপস ১: বুথ কমিটি গুলিকে শক্তিশালী করতে হবে । ম্যানেজারের কথায়— না হলে ক্ষমতায় এলেও ক্ষমতা ধরে রাখা যাবে না ।
টিপস ২: টিমের মধ্যে থাকা গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে হবে ।
টিপস ৩: ভাইপোর উন্নয়ন না বাংলার উন্নয়ন, এই প্রশ্ন তুলে বিজেপির উন্নয়নের ফিরিস্তি দিতে হবে ।
টিপস ৪: উত্তর প্রদেশকে মডেল হিসেবে সামনে রেখে বেঙ্গলেও জাত- গোষ্ঠী ধরে ধরে সেন্টিমেন্ট উসকে দিতে হবে ।
টিপস ৫:গোপন শলা- পরামর্শে বলা হয়, অন্য দল মানে শাসক তৃণমূলের পপুলার নেতাদের দলে টানতে হবে ।
টিপস ৬: তৃণমূলের জন্যই এই রাজ্যের কৃষকেরা ৬ হাজার টাকা এবং এই রাজ্যের মানুষেরা কেন্দ্রীয় স্বাস্থ্যবিমার টাকা পাচ্ছে না, এই প্রচার চালাতে হবে ।
টিপস ৭: কালীপুজোর পরেই ” বেঙ্গল নামক জঙ্গলের ” পাহারাদারেরা ঘুরে দাঁড়াবে । অতএব, টার্গেটে পৌঁছতে কোন অসুবিধা হবে না ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + four =