কোভিড যুদ্ধে রাজ্যের প্রথম সিস্টার শহীদ নৈহাটির কবিতা দত্ত

106

বারাসাত জেলা হাসপাতালের সিস্টার -ইনচার্জ এবং নৈহাটির জান মহম্মদ ঘাট রোডের বাসিন্দা কবিতা দত্ত মজুমদার করোনা আবহেও একটানা ডিউটি করেছেন |শরীর খারাপ থাকা সত্বেও ছুটি নেননি |
15 মে সকালে তাঁর জ্বর আসে |তাঁর দেহের তাপমাত্রা 107 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় |
অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে নিয়ে যাওয়া হয় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে |
সেখানকার ডাক্তারেরা তাঁকে ছুঁয়ে না – দেখেই কল্যাণী জে এন এম হাসপাতালে পাঠিয়ে দেন |
কল্যাণীর ডাক্তারেরাও তাঁকে ছুঁয়ে না – দেখে কবিতাদেবীকে পাঠিয়ে দেন বারাকপুর লালকুঠির কোভিড হাসপাতালে |
সেখানে অবশ্য তাঁকে ভর্তি নেওয়া হয় |সেখানে কবিতাদেবীর করোনা পরীক্ষার রিপোর্ট দু বারই নেগেটিভ আসে |
এদিকে তাঁর শারীরিক অবস্থার
অবনতি হতে থাকে |
25 মে take2আরজিকর হাসপাতালে ভর্তি করা
হয় |
31 মে তাঁর লালারসের নমুনা পরীক্ষার পাঠানো হয় |
আর 1 জুন সকালে তাঁর মৃত্যু হয় |
আর 2 জুন তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে জানায় স্বাস্থ্য মন্ত্রক |
এর পরেও তাঁর পরিবারের পাশে না – দাঁড়িয়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 8 =