মাফিয়া মানে পাতাললোক বা আন্ডারওয়ার্ল্ড- এর গডফাদার । যে ফাদাররা নানান রকম খুন-অপহরণ- এর মতো কাজে সিদ্ধহস্ত । যারা ক্ষমতার সঙ্গেও থাকে আবার ক্ষমতাকেও চ্যালেঞ্জ করে । কিন্তু, কাজ করে পিছন থেকে ।
মাফিয়ারা সামনে আসে না ।
মাফিয়া বললেই একটি গ্যাং বা পরিবারের চিত্রনাট্য সামনে চলে আসে । যেমন এখন বিজপুরে উঠে আসছে অধিকারী পরিবারের নাম ।
যে পরিবারের মুখ সুবোধ অধিকারী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জেলানেতা হয়ে কেন্দ্রের মন্ত্রীদের মতোই সরকারি সিকিউরিটি পাচ্ছেন । সুবোধবাবুর ভাই কমল অধিকারী দাদার পরেই বিজপুরের নাম্বার টু হয়ে উঠেছেন ।
বিজপুর এখন চলছে অধিকারী পরিবারের অঙ্গুলীহেলনেই ।
আর বিজপুরের বিধায়ক তোপ দেগে বলছেন– সরকারি পয়সায় মাফিয়াদের সিকিউরিটি দেওয়া হচ্ছে ।
মাফিয়া?
সুবোধকে কী মাফিয়া বলা যায়?
( চলবে)