গ্যাংস অফ বিজপুর ( ২ ) : মাফিয়া কে, সুবোধ না নির্মল ?

414

নেতারা যখন বোঝে তাদের সামনে কোন প্রতিদ্বন্দ্বী নেই, তখন তারা সোনার ডিমপাড়া হাঁসকে জবাই করার জন্য সিন্ডিকেট তৈরি করে । এই রকম সিন্ডিকেটের মাথাকেই বলা হয় মাফিয়া । এক একটি মাফিয়া- গোষ্ঠী নিয়ে তৈরি হয় এক একটি ফ্যামিলি । নেতারা এই ফ্যামিলিকে পিছন থেকে মদত দেন । বিনিময়ে পান বেহেসেবি লক্ষ লক্ষ টাকা ।
সোনার ডিমে- পাড়া হাঁস নিয়ে মাফিয়া গোষ্ঠী গুলির মধ্যে গ্যাং ওয়ার শুরু হয়ে যায় ।
বিজপুরে এই রকম সোনার ডিম-পাড়া হাঁস হল কাঁচরাপাড়া রেলের অকশন । সেয়ানারা বলে , সব মহলের টাকা মিটিয়ে দিয়ে মাসে ১৫ লক্ষ টাকার মতো ইনকাম করে ক্ষমতাসীন গোষ্ঠী । সিপিএম ক্ষমতায় থাকার সময়ে এই টাকার ভাগ নিয়ে অনেক খুনোখুনি হয়েছে । সেই তুলনায় এখন গ্যাং ওয়ার নেই বললেই চলে ।
তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় আসার পরে স্থানীয় ঠিকেদারদের একটি সিন্ডিকেট এই অকশন চালিয়ে আসছিল বেশ কয়েক বছর । তারপর এই অকশনের দখল চলে যায় এক যুবনেতার হাতে । সেই নেতার বকলমে এক যুবক অকশনের দখল নেয় ।
” গ্যাংস অফ বিজপুর: সুবোধ কী মাফিয়া? ( ১ ) ” এই খবর প্রকাশিত হওয়ার পরেই এই যুবকের নাম জানিয়ে আমাদের কাছে ফোন আসতে শুরু করে ।
তার নাম ও ছবি পাঠানো হয় ।
নাম রাজু ওরফে নির্মল দে ।
তাহলে বিজপুরের মাফিয়া কে?
সুবোধ না নির্মল, নাকি অন্য কেউ?
আমরা কিন্তু প্রশ্নচিহ্ন রেখেছি ।
আমরা কিন্তু কাউকেই মাফিয়া বলে দেগে দিতে চাইছি না । কিন্তু বারবার মাফিয়া শব্দটি রাজনৈতিক পরিসরে উঠে আসছে ।
( চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − eighteen =