গ্যাংস অফ বিজপুর ( ৩ ): মাফিয়া কে, সুবোধ, নির্মল না রাজা দত্ত ?

318

চলতি অর্থে গ্যাং- এর মাথাকেই কেউ কেউ মাফিয়া বলে মনে করেন । এই সব গ্যাং অন্ধকার জগতকে কন্ট্রোল করে । রাজনীতির জগতের সঙ্গে এদের ভিতরে ভিতরে যোগ থাকে । রাজনীতির রাজা- মন্ত্রীরা এদের প্রশ্রয় দেয় । বিনিময়ে বিরোধী দল , দলের বিদ্রোহীদের দমনের কাজে লাগানো হয় মাফিয়া গ্যাং- কে । মাফিয়াদের থেকে প্রচুর টাকাও নেতারা আদায় করে নেন । মাফিয়ারা মূলত সুপারি নিয়ে খুন, বেআইনি অস্ত্র তৈরি ও চালান, নারী- শিশু পাচার, হেরোইন- গাঁজা- চোলাইয়ের বেআইনি কারবার চালায় । এরা খুব সংগঠিত হয় ।
ইতালির সিসিলি অঞ্চলের একটি গ্যাং- এর এই রকম সংগঠিত অপরাধমূলক কাজ মাফিয়া নামে প্রথম পরিচিতি পায় । একটি পরিবার প্রায় ১৫০ বছর ধরে সিসিলির গ্যাংটি চালায় । এই গ্যাং- কে নিয়ে মারিও পুজো নামে এক লেখক লিখে ফেলেন এযাবত কলের বেস্টসেলার ফিকশন ” গডফাদার ” ।
এই গডফাদার বা মাফিয়াদের আর এক নাম বাহুবলী । হালিশহর পৌরসভা অঞ্চলে ২০১৪ সালে এক রাজার নাম মুখে মুখে ছড়িয়ে পড়ে । সিপিএম কাউন্সিলরদের ভয় দেখিয়ে হালিশহর পৌরসভার বোর্ড দখল হয় রাজার নেতৃত্বে । ২০১৬- র বিধানসভা নির্বাচন পর্যন্ত হালিশহরের ভাইস চেয়ারম্যান এই রাজা বা দেবাশিস দত্তই ছিল তৃণমূলের বাহুবলী । তবে সাধারণ মানুষ ওকে মাফিয়া নামে ডাকতেন । ২০১৬- র পরে রাজার রাজা দলবদল করলে রাজা দত্ত কোণঠাসা হয়ে পড়ে । দেশের একটি প্রথম শ্রেণীর বাংলা দৈনিক কাগজে রাজাকে নিয়ে পরপর কয়েকটি লেখা বেরোয় । সেখানে খুন, বালিচুরি, তোলাবাজিতে অভিযুক্ত করা হয় রাজাকে ।
সুবোধ অধিকারী বা নির্মল দে – কে নিয়ে এই রকম হৈচৈ হয়নি । ফলে কারও কারও মনে হয়, সুবোধ- নির্মলের তুলনায় দৌড়ে অনেক এগিয়ে রাজা ।
কিন্তু, রাজাকে কী মাফিয়া বলা যায় ?
এই লেখাযে কাউকেউ আমরা কোন বিশেষণে দেগে দিতে চাই না । রাজনীতির জগত যাদের মাফিয়া বলে দেগে দিচ্ছে, আমরা দেখতে চাই সত্যিই তারা মাফিয়া কিনা ।
( চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =