রাজ্যে বেশ কিছু পরিষেবায় ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বাংলায় গ্রিন জোনভুক্ত এলাকায় বাস চালু হচ্ছে। আগামী সোমবার থেকে বেশ কিছু দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্নে বুধবার সাংবাদিক বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
লকডাউনে বাংলায় কী কী শিথিল করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, জেনে নিন একনজরে…
১. সব ঠিক থাকলে সোমবার থেকে পাড়ার ছোটো দোকান খুলবে।
২. স্টেশনারি দোকান, বইয়ের দোকান, রঙের দোকান খুলবে।
৩. ইলেক্ট্রিনিক্সের দোকান, মোবইল চার্জের দোকান, ব্যাটারি চার্জের দোকান খুলবে।
৪. হার্ডওয়ারের দোকান খুলবে, লন্ড্রি খুলবে।
৫. চা-পানের দোকান খুলবে। তবে চায়ের দোকানে আড্ডা মারা যাবে না। চা কিনে বাড়িতে খেতে পারেন।
৬. গ্রিন জোন ভুক্ত এলাকায় কারখানা খুলবে।
৭. গ্রিন জোনে বেসরকারি বাস চলতে পারে। ২০ জনের বেশি বাসে তোলা যাবে না। সকলকে মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে গ্রিন জোন ভুক্ত জেলার মাধ্যেই চলবে বাস। জেলার বাইরে যাওয়া যাবে না।
৮. কলকাতায় গ্রিন জোন ও অরেঞ্জ জোনে হোম ট্যাক্সি পরিষেবায় অনুমতি।
৯. ধান দিন, চেক নিন সরাসরি ব্যাঙ্কে লেনদেন করা হবে।
তবে কনটেনমেন্ট এলাকায় এই সুবিধা মিলবে না বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি খারাপ হলে পরে সিদ্ধান্ত বদল হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কী কী খুলবে না…
১. হকার্স মার্কেট খুলবে না
২. মার্কেট কমপ্লেক্সে খুলবে না
৩. ফুটপাথের দোকান খুলবে না।
৪. সেলুন খোলার ব্য়াপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে