ঘন কৃষ্ণবর্ণ বড়ো মা- কে দেড় কোটি টাকার সোনার অলঙ্কারে এবারও সাজানো হবে

50

নৈহাটির অরবিন্দ রোডের বড়ো মা- র কাছে ভক্তরা যা চায়, তাই পায় । ভক্তরা তখন খুশী হয়ে মা- কে সোনার অলঙ্কার দান করেন । এই ভাবে জমতে জমতে এখন মায়ের জমেছে দেড় কোটি টাকা মূল্যের অলঙ্কার । স্থানীয় একটি ব্যাঙ্কের শাখায় রাখা আছে সেই অলঙ্কার । এবারের কালীপুজোর দিনে ঘন কৃষ্ণবর্ণ মাকে সেই অলঙ্কারে সাজানো হবে ।
বড়ো মা- র উচ্চতা ২২ ফুট । কোজাগরী পূর্ণিমার দিন মায়ের কাঠামো পুজো হয় । তারপর সেই কাঠামোর মধ্যেই তৈরি করা হয় মায়ের মূর্তি । কালীপুজোর দিন রাতে মায়ের প্রসাদে থাকে পোলাও, লুচি, তরকারি, পায়েস আরও কত কী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =