জানালার লোহার শিক ভেঙে হালিশহরের জেটিয়া পঞ্চায়েতের অধীন নান্নার নান্না কালীবাড়িতে ঢুকে মায়ের সমস্ত গয়না, মাতৃঅঙ্গে থাকা দামি জিনিস এবং মায়ের ভোগ রান্নার সমস্ত বাসনপত্র নিয়ে পালালো চোরেরা | 24 ফেব্রুয়ারী রাতে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে |পরদিন সকালে স্থানীয় মানুষ দেখেন, মা শুধু বসন পরে রয়েছেন, তাঁর সব নিয়ে গেছে চোরেরা |